Hand Painting

হ্যান্ড পেইন্ট পোশাকের যত্ন

How to Care hand painted product (4)

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন, আশা করি ভালো। আমরা সবসময় আমাদের ওয়েবসাইটে হ্যান্ড পেইন্ট এর নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো হ্যান্ড পেইন্ট পোশাকের যত্ন। আজকে জানাবো কিভাবে আপনারা হ্যান্ড পেইন্ট পোশাকের যত্ন নিতে পারেন।

চলুন তাহলে আলোচনা শুরু করা যাক।

how to care hand painted product

Hand Painted By Shimu Khan

হ্যান্ড পেইন্টঃ

হ্যান্ড পেইন্ট এর প্রচলন অনেক আগে থেকে শুরু হলেও, হ্যান্ড পেইন্ট পোশাক নিয়ে জানতো খুবি কম সংখ্যক মানুষ। তবে বর্তমানে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। বিশেষ করে নারীদের মধ্যে হ্যান্ড পেইন্ট এর জনপ্রিয়তা বেশি। মেয়েরা/নারীরা হ্যান্ড পেইন্ট করতে এবং হ্যান্ড পেইন্টেড পোশাক পরতে অনেক পছন্দ করে।

পেশা হিসেবে হ্যান্ড পেইন্টঃ


তবে বর্তমানে হ্যান্ড পেইন্টকে শুধু শখ নয়, পেশা হিসাবে বেছে নিয়েছে অনেকেই। হাজারো উদ্যোক্তা হ্যান্ড পেইন্টের মাধ্যমে তাদের উদ্যোক্তা জিবনের সূচনা করে সফলতা অর্জন করেছেন।

বর্তমানে হ্যান্ড পেইন্টের পোশাক খুবই জনপ্রিয় হয়ে ওঠেছে। তাই খুব অল্প কিছু জিনিসের মাধ্যমেই আপনি হ্যান্ড পেইন্ট এর মাধ্যমে আপনার উদ্যোক্তা জিবন শুরু করতে পারেন। যেমন কাপড়, ফ্রেম, রং & তুলি।

হ্যান্ড পেইন্ট যেটা হাতে তৈরি করা পোশাক। নিজের মেধা শক্তি & হাতের নিপুণ দক্ষতার সাথে কিছুটা ধোর্য্য নিয়ে এগিয়ে যেতে পারলেই,আপনি আপনার সফলতার দেখা পাবেন।
সেই সাথে হ্যান্ড পেইন্ট পোশাকের চাহিদার পাশাপাশি ভালো মূল্য থাকায় এটা বেশ লাভ জনক ব্যবস্যা হিসেবে গড়ে উঠেছে। আমরা ইতি মধ্যে আমাদের ওয়েবসাইটে হ্যান্ড পেইন্টকে কিভাবে ব্যাবসা হিসেবে নিতে পারেন সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

হ্যান্ড পেইন্ট পোশাকের যত্ন

Hand Painted By Shimu Khan

হ্যান্ড পেইন্ট পোশাকের যত্নঃ


এবার কথা বলা যাক হ্যান্ড পেইন্ট পোশাকের যত্ন নিয়ে। এখন সকল শ্রেণির মানুষের কাছে তাদের পোশাক পছন্দ তালিকার একটি বড় স্থান জুড়ে রয়েছে হ্যান্ড পেইন্ট পোশাক। তাই
একজন উদ্যোক্তার সাথে সাথে যারা পোশাক টা নিজের জন্য শখ করে কিনছেন তাদের ও খুব যত্নে রাখতে হবে পছন্দের পোশাকটি।

তাহলে এবার জেনে নেই যে কিভাবে আমরা আমাদের হ্যান্ডপেইন্ট পোশাকটি যত্নে রাখতে পারব।

১। হ্যান্ডপেইন্ট এর যেকোনো পোশাকের কাজ করার সময় ফ্রেমে আটকে নিতে হবে।

২। যদি কারো ফ্রেম না থাকে তখন, কাপড় টা টানটান থাকে এমন যেকোনো কিছু ব্যবহার করতে পারেন নিজের সুবিধামত।

৩। হ্যান্ডপেইন্টের কাপড় কখনো কড়া রোদে শুখানো যাবেনা।

৪। কেননা রোদের তাপ বেশি হলে কাপড়ের উজ্জ্বলতা কমে যেতে পারে।

৫। ফ্যানের বাতাস বা ছায়াযুক্ত স্থানে শুখালে ভালো হয়।

৬। হ্যান্ডপেইন্টের পোশাক কখনো গরম পানিতে ভিজিয়ে রাখা বা ধোঁয়া যাবে না।

৭। নরমাল পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে ধুতে হবে।

৮। মসলিন / সিল্ক জাতীয় কাপড় ড্রাই ওয়াস করা ভালো।

৯। কাপড় ধোবার সময় খুব বেশি ক্ষার যুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করা যাবে না।

১০। ধোবার সময় শ্যাম্পু বা মাইন্ড কোন ডিটারজেন্ট ব্যবহার করলে ভালো হবে।

১১। কাজের ৭/৮ দিনের মধ্যে হ্যান্ডপেইন্ট পোশাক না ধোঁয়াটা ভালো। তবে ১৫/২০ দিনের মধ্যে না ধোঁয়া হলে। কাপড় রং স্থায়ী বেশি হবে।

১২। ধোবার সময় অন্য কাপড়ের সাথে না আলাদা ভাবে, আলাদা পাএে ধুতে হবে।

১৩। হালকা রোদে শুখানোর সময় কাপড় উলটো পাশে শুখাতে হবে।

১৪। হ্যান্ড পেইন্ট পোশাক খুব বেশি চেপেচুপে রাখা যাবেনা।

১৫। হ্যান্ড পেইন্ট পোশাক সবসময় কাপড়ের উলটো পাশে আয়রন করতে হবে।

১৬। আয়রন করার সময় পোশাক এর উপর অন্য কোন সুতি পরিস্কার কাপড় রেখে আয়রন করলে ভালো হয়। কেননা কিছু কাপড় আয়রনে পুড়ে যাবার সম্ভবনা থাকে।

১৭। চলতি পথে কাঁদা মাটি বা এমন কিছু যেটা কাপড়ে দাগ থেকে যেতে পারে, সেসব বিষয় খেয়াল রাখতে হবে।

১৮। একজন উদ্যোক্তা তার অনেকটা সময় দিয়ে হ্যান্ড পেইন্টের একেকটা পোশাক করে থাকেন। তাই উদ্যোক্তার সাথে যারা শখ করে পছন্দের পোশাকটি নিচ্ছন তাদের ও পোশাকের যত্নে যথাযথ মূল্যায়ন করতে হবে।

শেষ কথাঃ উপরের টিপস্ গুলো মেনে আমরা আমাদের পছন্দের পোশাকটি যত্নে রাখলে আমরা পোশকটি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো। আশাকরি আমাদের আজকের আলোচনার বিষয়টি সবার জন্য উপকারি হবে। শুভকামনা সবার জন্য।

Article Writer: Shimu Khan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *