Hand Painting

কাপড় ভেদে হ্যান্ড পেইন্টে কালার মিক্সিং পদ্ধতি !

hand paint color mixing

কেমন আছেন সবাই। আশাকরি অনেক ভালো আছেন। আপনারা জানেন আমরা আমাদের ওয়েবসাইটে হ্যান্ড পেইন্ট নিয়ে কথা বলে থাকি। তার ধারাবাহিকতায় আজকের আলোচনা কাপড় এর উপর নিরভর করে হ্যান্ড পেইন্টে কালার মিক্সিং পদ্ধতি নিয়ে। আশাকরি অনেক কাজে আসবে আপনাদের। বিশেষ করে যারা নতুন শুরু করছেন তাদের জন্য। চলুন তাহলে শুরু করি।

বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তার শীর্ষে বাহারি ডিজাইনের হাতে আঁকা পোষাক অর্থাৎ হ্যান্ড পেইন্টেড ড্রেস। সাধারণত কাপড়ে রং ও তুলির সাহায্যে হ্যান্ড পেইন্ট করা হয়। হ্যান্ড পেইন্ট করার জন্য বিভিন্ন ধরনের কাপড় আমরা ব্যবহার করে থাক। তার মধ্যে অন্যতম হলো সুতি, জর্জেট ,লিলেন,সিল্ক, হাফ-সিল্ক ইত্যাদি। চাইলে যেমন সব কাপড়ে একই পদ্ধতিতে রং তুলি হাতে নিয়ে আঁকলেই হয় না, তেমনি কাপড়ের কালার ভেদে লাইট কালার ও ডিপ কালার কাপড়ে ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্বনে কাজ করতে হয়।

hand paint sharee
Hand Painted by Supto Sishir

হ্যান্ড পেইন্টে কালার মিক্সিং পদ্ধতি

প্রথমে আলোচনা শুরু করি লাইট কালার এর কাপর নিয়ে।

লাইট কালার কাপড়ে কাজ করার জন্য কালার মিক্সিং পদ্ধতি

লাইট কালার কাপড় মুলত  সাদা, গোলাপী,আকাশি ইত্যাদি হালকা কালার গুলো আর কি। এসব কপড়ে পেইন্ট করা তুলনামূলক একটু সহজ ও রং গুলো সহজেই কাপড়ে ফুটে ওঠে।

লাইট কালার কাপড়ের জন্য একরামিন রং তৈরি : 

কালার মিক্সিং পদ্ধতি- ১ 

১  চামচ এন,কে ফিকছাল +

১ চামচ বাইন্ডার +ডাইরেক্ট একরামিন রং পরিমানমত।

(রং আরও পাতলা করতে চাইলে সামান্য পানি বা এন.কে মেশানো যেতে পারে )

পানি বা রং ছড়িয়ে গেলে ২৫% এপ্রিটন ব্যবহার করবেন।

কালার মিক্সিং পদ্ধতি :

প্রথমে বাইন্ডার এনকে নিয়ে মিক্স করতে হবে। 

এর পর আলাদা পাত্রে এপ্রিটন নিতে হবে। এবং বাইন্ডার এনকের মিশ্রন থেকে অল্প অল্প করে এপ্রিটনের সাথে মিশিয়ে এপ্রিটন টা আগে পাতলা করে নিতে হবে ও ঐ মিশ্রনের সাথে ডাইরেক্ট একরামিন রং পরিমাণ মত মেশাতে হবে।

একবারে যদি রং ক্যামিকেল মেশানো হয় তাহলে এপ্রিটন টা ক্যামিকেল এর সাথে মিশতে চাইবে না। কখনও কখনও দলা দলা জমাট বেঁধে যেতে পারে। 

কালার মিক্সিং পদ্ধতি- ২

২ চামচ এনকে ফিকছাল +

২ চামচ বাইন্ডার + ১ চামচ নিউটেক্স+ একরামিন রং পরিমাণ মত+ পাতলা করতে চাইলে পানি ২/৪ চামচ মেশানো যেতে পারে।+২৫% পরিমান এপ্রিটন।

আগের নিয়ম এ সব মিক্স করে নিতে হবে।

কালার মিক্সিং পদ্ধতি- ৩ 

বাইন্ডার + পরিমানমত রং

নতুনদের জন্য সহজ পদ্ধতি। তবে এ পদ্ধতিতে কাপড় ড্রাই ওয়াস করতে হবে।

বি:দ্র: সবগুলো পদ্ধতিতেই সব উপকরন ভালোভাবে মিক্স করে কাজ করতে হবে।

hand paint dress

এবার আলোচনা করি ডার্ক কালার কাপড়ে কাজ করার জন্য কালার মিক্সিং পদ্ধতি নিয়ে

ডার্ক কালার কাপড়ে সাধারণত উপরের পদ্ধতিতে অর্থাৎ লাইট কালার এর পদ্ধতি অবলম্বন করলে কাপড় রং শুষে নেয় ফলে কাপড়ে রং দৃশ্যমান হয় না। কিন্তু একটু ভিন্ন পদ্ধতি অবলম্বনে খুব সহজেই কাপড়ে রং দৃশ্যমান করা যায়।

তাহলে চলুন জানা যাক কিভাবে রং তৈরি করলে রং কাপড়ে দৃশ্যমান বা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায়:

কালার মিক্সিং পদ্ধতি- ১

২ চামচ বাইন্ডার+

২ চামচ এন.কে. ফিকছাল+

২ চামচ হোয়াইট পেষ্ট+ 

ডাইরেক্ট একরামিন রং পরিমাণ মত।

পর্যায়ক্রমে ভালোভাবে মিক্স করে কাজ করতে হবে।

সতর্কতা:  হোয়াইট পেষ্ট এর রং বেশি গাড় হয়না। সুতরাং বেশি গাড় করতে গিয়ে ডাইরেক্ট একরামিন অনেক বেশি পরিমাণে ব্যবহার করলে কাপড় ধোয়ার পর  রং ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

কালার মিক্সিং পদ্ধতি- ২

{২ চামচ বাইন্ডার + (২+½)চামচ এনকে +১/½ চামচ হোয়াইট পেষ্ট ) সবগুলো মিক্স করে উক্ত পেষ্ট দিয়ে ডিজাইন এ আগে এক কোড একে নিবেন ।তারপর সেটা অর্ধেক শুকালে তার উপর  যেকোনো পদ্ধতিতে তৈরি একটা রং দিয়ে কাজ করে নিতে পারেন।

পদ্ধতি ১,২ দুইটাই গ্রহনযোগ্য। তবে পদ্ধতি ১ এর গ্রহনযোগ্যতা সবচেয়ে বেশি। খাটুনি কম আবার রং করা জায়গা টা তুলনামূলক একটু শক্ত হওয়ার সম্ভাবনা কম রয়েছে। পদ্ধতি ১ এ যেহেতু রং একটু হালকা সেড এর হয় সেহেতু আপনারা গাড়ো সেড এর রং চাইলে পদ্ধতি ২ অবলম্বন করতে পারেন।

ডার্ক কালার কাপড়ের কাজ সবসময় সামান্য শক্ত হবে এটাই স্বাভাবিক। কারন হোয়াইট পেষ্ট বেজ রং এর কাজ শক্ত হয়।

উপরের নিয়ম ফলো করে রং বানিয়ে ইচ্ছা মত পেইন্ট করা যাবে আশাকরি।

বি:দ্র: ইন্ডিয়ান এক্রেলিক বা ক্যামেল দিয়ে লাইট ও ডার্ক কালার কাপড়ে কোনো অতিরিক্ত মেডিসিন মেশানো ছাড়াই কাজ করা যেতে পারে। সেক্ষেত্রে কাপড় স্বাভাবিক ভাবে সামান্য হার্ড হবে।

ইন্ডয়ান এক্রেলিক বা ক্যামেল এর সুবিধা হল রং তৈরির ঝামেলা নেই , তাছাড়া হোয়াইট পেষ্ট বেজ হওয়ায় ডার্ক কাপড়ের জন্য আলাদা রং তৈরির প্রয়োজন নেই।  আর অসুবিধার মধ্যে একরামিন এর চেয়ে দাম সামান্য  বেশি ও কাপড় সামান্য হার্ড হয়।

hand paint product
হ্যান্ড পেইন্ট – Supto Sishir

সকলের সুবিধার্থে সহজ ভাবে বর্ননা করার চেষ্টা করেছি।

আশাকরি আজকের আলোচনা আপনাদের কাজে আসবে। হ্যান্ড পেইন্টেড ড্রেস এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

Blog Writer – Supto Sishir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *